27 C
Dhaka
Wednesday, October 9, 2024

মেসেঞ্জারে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের পরীক্ষা চালাচ্ছে মেটা

মেসেজিং পরিষেবা বা প্লাটফর্মগুলোতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালুর জন্য মেটা দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত শুধু হোয়াটসঅ্যাপেই এ সুবিধাটি চালু করা হয়েছে। সবশেষ আপডেটে মেটা জানায়, প্রতিষ্ঠানটি শিগগিরই নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর মেসেঞ্জারে এন্ড-টু-এন্ড ফিচার পরীক্ষার সুযোগ দেবে।

এনগ্যাজেটে প্রকাশিত খবরে বলা হয়, যাদের পরীক্ষামূলকভাবে এ ফিচারটি ব্যবহার করতে দেয়া হবে, তাদের কিছু কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপশনে যুক্ত হয়ে যাবে। এর ফলে নতুন করে কোনো বন্ধুর সঙ্গে সিক্রেট কথোপকথন শুরুর প্রয়োজন হবে না।

এনক্রিপশনের পাশাপাশি প্রতিষ্ঠানটি কথোপকথন সংরক্ষণে সিকিউর স্টোরেজ চালুর বিষয়েও কাজ করছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডিভাইস হারিয়ে ফেললে বা নতুন ডিভাইসে কথোপকথন সংরক্ষণের জন্য যেকোনো মুহূর্তে কনভারসেশনে প্রবেশ করতে পারবে। সিকিউরিটি স্টোরেজের মাধ্যমে ব্যাকআপে প্রবেশ করার জন্য ব্যবহারকারীকে আলাদা পিন বা কোড তৈরি করতে হবে এবং সেগুলো সংরক্ষিত রাখতে হবে।

কথোপকথন সংরক্ষণের জন্য ব্যবহারকারীরা ক্লাউড পরিষেবাও ব্যবহার করতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। যারা আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করছে তারা আইক্লাউডে তাদের গোপন কোড সংরক্ষণ করতে পারবে। চলতি সপ্তাহ থেকেই শুধু অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের জন্য সিকিউর স্টোরেজের পরীক্ষা শুরু করবে মেটা। ওয়েব মেসেঞ্জার বা এনক্রিপশনের বাইরে থাকা কথোপকথনের জন্য এটি এখনো চালু করা হয়নি। এগুলোর পাশাপাশি সামনের সপ্তাহগুলোতে মেটা এনক্রিপ্টেড চ্যাটে মেসেঞ্জারের সাধারণ ফিচারগুলো যুক্ত করার জন্য কাজ করছে।
পরীক্ষার অংশ হিসেবে মেসেজ আনসেন্ড করা, ফেসবুক স্টোরিতে এনক্রিপ্টেড চ্যাটের মতো রিপ্লাই দেয়া এবং মেসেঞ্জারের কল ট্যাবে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড কল ফিচার চালুর লক্ষ্যে কাজ করছে। রে-ব্যান স্টোরিজ ব্যবহারকারীরা মেসেঞ্জারের মাধ্যমে এনক্রিপ্টেড হ্যান্ডস-ফ্রি মেসেজ পাঠাতে পারবে।

অন্যদিকে মেটা কোড ভেরিফাই নামে নতুন নিরাপত্তা ফিচার চালু করতে যাচ্ছে। এটি মূলত ক্রোম, ফায়ারফক্স ও মাইক্রোসফট এজের জন্য ওপেন সোর্স ব্রাউজার এক্সটেনশন। এটি ওয়েব মেসেঞ্জারের কোড যাচাইয়ের মাধ্যমে সুরক্ষার বিষয়টি নিশ্চিত করবে। এছাড়া প্রতিষ্ঠানটি মেসেঞ্জারের ভ্যানিশ মোড ফিচার বন্ধ করে দিচ্ছে।

Related Articles

Basis ONDC

ক্ষুদ্র ও মাঝারি অনলাইন উদ্যোক্তাদের ব্যবসা বিকাশে ভূমিকা রাখবে ওএনডিসি

0
শনিবার, ২২ অক্টোবর ২০২২, ঢাকা–রাজধানীর বেসিস সম্মেলন কেন্দ্রে ‘ওএনডিসি (ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স) — ডিজিটাল কমার্সের নতুন ভবিষ্যত’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত...
cryptocurrency-ban

ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েন লেনদেন এবং ক্রয়-বিক্রয় বন্ধের নির্দেশ

0
ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল মুদ্রা) ও বিটকয়েন লেনদেন এবং ক্রয়-বিক্রয়সহ যে কোনো কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১২ অক্টোবর) কেন্দ্রীয়...
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

বাণিজ্য মন্ত্রণালয়ে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

0
বুধবার, ১২ অক্টোবর ২০২২, ঢাকা- বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য...
Basis-Innovation-Challenge

ট্রেসেবিলিটি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২ নিয়ে বেসিসে তথ্য অধিবেশন অনুষ্ঠিত

0
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং এটুআই যৌথভাবে ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে বেসিস অডিটোরিয়ামে ট্রেসেবিলিটি...
State of Gaming and Metaverse Industry in Bangladesh'

‘স্টেট অফ গেমিং অ্যান্ড মেটাভার্স ইন্ডাস্ট্রি অন বাংলাদেশ’ শীর্ষক সিরিজ সেমিনার অনুষ্ঠিত

0
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর গেমস, এক্সআর এবং এনএফটি বিষয়ক স্থায়ী কমিটি এবং ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়-এর মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের...
Trump social media Truth

ট্রাম্পের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালের অ্যান্ড্রয়েড অ্যাপ গুগল প্লে স্টোরে অনুমোদিত পায়নি

0
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের অ্যান্ড্রয়েড অ্যাপ গুগল প্লে স্টোরে রাখার অনুমোদন দেয়নি গুগল কর্তৃপক্ষ। নীতিমালা লঙ্ঘনের অভিযোগে এ...