চলতি বছরের বাকি সময় আমেরিকার বহুজাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার গ্রাফিকস কার্ড ইউনিট (জিপিইউ) বিক্রি কমতে পারে। ডিজিটাইমস প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ২০২২ সালের বাকি সময়ে এনভিডিয়ার জিপিইউ বাজারজাত ৪০-৫০ শতাংশ কমবে। খবর টেকরাডার।
প্রতিবেদনে ডিজিটাইমস আরো জানায়, বিক্রি কমে গেলে টিম গ্রিন আগের প্রান্তিকগুলোয় বিক্রির মাধ্যমে যে লভ্যাংশ জমিয়েছিল তাও ধীরে ধীরে কমে যাবে। এছাড়া রাজস্ব আয় ধারণার বাইরে কমে যাবে, যা প্রতিষ্ঠানটির জন্য খুবই হুমকিপূর্ণ। মূলত ক্রিপ্টো ক্যাশের অবনমন এবং কভিড-১৯ মহামারী-পরবর্তী সময়ে ডেস্কটপের জন্য জিপিইউর চাহিদা কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির ব্যবসায় বিরূপ প্রভাব পড়েছে।
প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের অর্থবছরের যে প্রতিবেদন প্রকাশ করেছে তার পরিপ্রেক্ষিতে বিক্রিতে এ অবনমনের পূর্বাভাস দেয়া হয়েছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠানটির আয় উল্লেখযোগ্য হারে কমেছে এবং গ্রাফিকস কার্ডের চাহিদাও তলানিতে নেমে গিয়েছে। এছাড়া বছরওয়ারি হিসেবে জিপিইউ বিক্রি ৩৩ শতাংশ কমেছে। প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের ধারণা, বছরের বাকি সময় শেষে বিক্রি ৪০ শতাংশ বা তার বেশি কমে যেতে পারে।
- Don’t stop cultivating cash crops but increase production in unutilized lands: PM - January 13, 2023
- THIS INDUSTRY IS ALL ABOUT MONEY, THERE WILL ALWAYS BE GIVEAWAYS AND TEMPTATIONS. - January 7, 2023
- UoL degrees with London School of Economics’ academic direction, now at Universal College Bangladesh! - October 28, 2022